বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া আজ, সোমবার মনোনয়ন পত্র দাখিল করবেন এমনই খবর ছিল প্রশাসনের কাছে। বেলা দুটো থেকে আড়াইটের মধ্যে তাঁর মনোনয়ন পত্র দাখিল করার কথা ছিল। সেজন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছিল পুলিশ ও প্রশাসন। কিন্তু শেষমেশ আজ মনোনয়ন পত্র দাখিল করলেন না সুরিন্দর সিং আলুওয়ালিয়া। জানা গেছে, আগামীকাল, মঙ্গলবার মনোনয়ন জমা করবেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া আজ সকালে অন্ডাল বিমানবন্দরে নামেন। সেখান থেকে বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মীদের সঙ্গে বর্ধমানের উদ্দেশ্যে রওনা হন। বর্ধমান পৌঁছে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি দলের নেতা-কর্মীদের নিয়ে বর্ধমানের তিনকোনিয়া গুরুদ্বারায় গিয়ে প্রার্থনা করেন।
এরপর বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বর্ধমানের শূলিপুকুর থেকে হুডখোলা গাড়িতে চেপে রোড শো করেন প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আগে স্থির ছিল রোড শোয়ের শেষে আজ জেলাশাসক দফতরে গিয়ে মনোনয়ন জমা দেবেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। বিশাল ভীড় সহ রোড শো আড়াইটা নাগাদ পৌঁছয় কার্জন গেটে। জানা গেছে, এরপরই প্রার্থী আজ মনোনয়ন জমা দেবেন না বলে স্থির করেন। সূত্রের খবর, মনোনয়ন জমা দেওয়ার শুভ মুহুর্ত পার হয়ে যাওয়াতেই আজ মনোনয়ন জমা দিলেন না সুরিন্দর সিং আলুওয়ালিয়া। মঙ্গলবার মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন