রাজ‍্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কর্মীরা গায়ের জোরে বিজেপি কর্মীদের দলীয় কার্যালয়গুলি একে একে দখল করে নিচ্ছে। ইতিমধ্যে আসানসোলের বারাবনি ও কাঁকসার একটি বিজেপির দলীয় কার্যালয় দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা।

একই সঙ্গে বিজেপি কর্মীদের মারধর করছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এইসব অভিযোগে দুর্গাপুরের কাঁকসা, এনটিএস থানা ও দুর্গাপুর থানা সহ বিভিন্ন থানায় পশ্চিম বর্ধমানের বিজেপি কর্মীরা শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করল। এদিন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির নেতৃবৃন্দ বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। পরে বিজেপি কর্মীরা বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদের কাছে স্মারকলিপি জমা করেন।


Like Us On Facebook