বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের নাম করে ৫০০ টাকা, আর বাংলার টাকা নিয়ে গিয়ে গোয়ায় মহিলাদের মাসে ৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। বাংলার মানুষ সব দেখছেন। বাংলার মানুষকে ভিখারি বানানো হচ্ছে। গোয়ায় যদি ৫০০ টাকা দেওয়ার ঘোষণা করত তাহলে গোয়ার মহিলারা জুতো মারত। রবিবার বর্ধমানে বিজেপির জেলা অফিসে কিষাণ মোর্চার বৈঠকে এসে একথা বলে গেলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু।
সায়ন্তনবাবু জানান, এদিন তাঁদের সিঙ্গুরে মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি। কিন্তু কাল তাঁরা বাঁধবেনই। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন হবে। তিনি জানিয়েছেন, মঙ্গলবার তাঁদের কিষাণ মোর্চার ব্যানারে ঘোষিত কর্মসূচি পালিত হবেই। তিনি বলেন, ফসলের ক্ষতিতে কৃষক আত্মহত্যা করছে। সারের দাম, বিদ্যুতের দাম, পেট্রোল ডিজেলের দাম আকাশছোঁয়া হচ্ছে – তাই কৃষকদের স্বার্থে তাঁরা লড়াই করছেন। কৃষকরা অসহনীয় অবস্থায় রয়েছেন। বৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে। সরকারি সহায়ক মূল্য পেতে কাটমানি দিতে হচ্ছে। তাই লড়ছে কৃষক, সঙ্গে থাকছেন তাঁরা। তিনি জানিয়েছেন, সিঙ্গুরের কর্মসূচি মুলত হুগলী, বর্ধমান, নদীয়া জেলাকে নিয়েই। তাই এদিন বর্ধমানে বিজেপির কিষাণ মোর্চার সঙ্গে বৈঠক করতে বর্ধমানে আসেন সায়ন্তন বসু।