বৈঠক সেরে বাড়ি ফেরার পথে বিজেপির মন্ডল সভাপতিকে ছুরি মারার অভিযোগ উঠল। ঘটনটি ঘটেছে বর্ধমান শহরের শুলিপুকুর এলাকায়। অভিযোগের তীর বর্ধমান পুরসভার ২৭ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন মন্ডল সভাপতি সঞ্জয় ভট্টাচার্য।
বর্ধমান শহর ৪ নং মন্ডল সভাপতি হওয়ার সুবাদে রবিবার রাতে ২৭ ও ২৮ নং ওয়ার্ডের বিজেপি কর্মীদের নিয়ে বৈঠক করেন সঞ্জয় ভট্টাচার্য। অভিযোগ বৈঠক শেষে বাইকে করে বাড়ি ফেরার পথে বর্ধমানের শুলিপুকুর এলাকায় কয়েকজন তাঁর পথ আটকায়। কোন কিছু বোঝার আগেই তাঁর পেট লক্ষ্য করে ছুরি মারে দুষ্কৃতিরা।ঘটনাস্থলেই লুঠিয়ে পড়েন সঞ্জয়বাবু। পড়ে তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরই চম্পট দেয় দুষ্কৃতিরা। সঞ্জয় ভট্টাচার্যের অভিযোগ, তৃণমুলের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার কারণে বসির আহমেদের অনুগামীরা তাঁর উপর অতর্কিতে ছুরি নিয়ে আক্রমণ করে। ঘটনার সাথে তাঁরা কোন ভাবেই জড়িত নন। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি বসির আহমেদের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।