.
দুর্গাপুরে সার তৈরির কারখানা হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশনের আধুনিকীকরণ রাজ্য সরকারের জমি নীতির জন্য আটকে রয়েছে। আধুনিকীকরণের জন্য ১৫৪ একর জমি হস্তান্তরের ফাইল আটকে রয়েছে। বর্ধমানে মনোনয়ন পত্র দাখিল করে এই অভিযোগ তুললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। পাশপাশি তিনি বলেন এমএএমসি কারখানাকে পুনরুজ্জীবনের পদক্ষেপ নেওয়া হয়েছে এমনকি এএসপির বেসরকারিকরণ আটকে দেওয়া হয়েছে। বিজেপি শিল্প বন্ধ করার পক্ষে নয়, বিজেপি কৃষি, গ্রাম, সড়ক উন্ময়নের পাশাপাশি শিল্পের উন্ময়নে বিশ্বাস করে। তিনি বলেন, দেরিতে প্রচারে নামলেও কোনও সমস্যা হবে না। আজ, মঙ্গলবার বর্ধমানে মনোনয়ন পত্র দাখিল করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন