বর্ধমান পৌরসভার ২৩ ও ২৪ নং ওয়ার্ডে বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপারের অফিস ও বর্ধমান থানা ঘেরাও করল বিজেপি কর্মী সমর্থকরা। এমনকি টায়ার জ্বালিয়ে কার্জনগেট চত্বরে রাস্তা অবরোধও করা হয়। অবরোধের জেরে বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জিটি রোড। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে বর্ধমান থানার পুলিশ।
বিজেপির অভিযোগ, বর্ধমান শহরের কাঞ্চননগরে সোমবার বিকেলে তাঁদের পথসভা ছিল। নিয়ম অনুযায়ী আগাম প্রশাসনের অনুমতিও নেওয়া ছিল।এদিন সভার শুরুর আগে দলীয় কর্মীরা কাঞ্চননগর এলাকায় দলের পতাকা টাঙাতে গেলে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা বিজেপি কর্মীদের মারধর করে। যদিও তৃণমূলের তরফে সমস্ত ঘটনা অস্বীকার করা হয়েছে।
Like Us On Facebook