পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের পলেমপুরে রাতের অন্ধকারে বিজেপি ও তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল। ওই এলাকায় দুই বিজেপি কর্মীর দোকানেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শনিবার সকালে এলাকায় খবর চাউর হতেই বিজেপি ও সিপিএম কর্মীরা নিজ নিজ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে বিজেপি কর্মীরা দোষীদের গ্রেফতারের দাবিতে পলেমপুরে বর্ধমান-আরামবাগ রোড অবরোধ করেন। খবর পেয়ে খন্ডঘোষ থানার পুলিশ এসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিজেপি কর্মীরা অবরোধ তুলে নেন।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, পলেমপুর এলাকায় বিজেপি, সিপিএম এবং তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে। কিন্তু তৃণমূল কার্যালয় অক্ষত থাকলেও বিজেপি এবং সিপিএম কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। এর থেকেই বোঝা যায় এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ। একই অভিযোগ তোলেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। সমস্ত অভিযোগ খন্ডন করে তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। তৃণমূলের নামে বদনাম রটাতে বিজেপি-সিপিএম মিলিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook