মঙ্গলবার বর্ধমান টাউন হলে বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হল পূর্ব বর্ধমান জেলার সফল দুর্গাপুজো কমিটিগুলির হাতে। জেলার সেরা পুজো, সেরা প্রতিমা, ও সেরা মণ্ডপের জন্য বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হল ৯টি ক্লাবকে। সেরা পুজোর জন্য বড়শুল জাগরণী, মেমারির সারদাপল্লী অরবিন্দপল্লী এবং কাটোয়ার ন-নগর সবুজ সংঘ পুরস্কার পায়। সেরা প্রতিমার জন্য কালনার মহিষমর্দিনীতলা, কাটোয়ার নবোদয় সংঘ এবং বর্ধমানের পদ্মশ্রী সংঘের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেরা মণ্ডপের জন্য বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি ও সবুজ সংঘ এবং মেমারির বামুনপাড়া বাজার কমিটি পুরস্কার পায়। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী প্রমুখ।

Like Us On Facebook