অনাথ শিশুদের সঙ্গে বর্ধমানে মেয়ের জন্মদিন পালন করলেন এক দম্পতি। ২ বছরের মেয়ে অনংশা যশ ওরফে ঐশীর জন্মের পর বাবা অভিরূপ যশ এবং মা পায়েল যশ সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁদের মেয়ের জন্ম বাড়ির পরিবেশে নয়, পালন করবেন সেই সমস্ত শিশুদের মধ্যে যাদের জন্মদিন পালনের কেউ নেই।
যদিও নিয়মরক্ষা এবং বাড়ির সদস্যদের আবেগে ঐশীর জন্মদিনে তার কল্যাণে বাড়িতে পুজো দেওয়া থেকে পায়েস রান্না সবই করা হয়। কিন্তু সেটা নিয়মরক্ষাই। এই দিনটাকে অনাথ শিশুদের নিয়ে কাটাতে তাই গোটা যশ পরিবারই হাজির হন তাদের পাশে। গত বছর বর্ধমানের চেতনা হোমে ঐশীর প্রথম বছরের জন্মদিন পালিত হয়েছিল। এবছর বর্ধমান শহরের ব্লাইন্ড একাডেমীর অনাথ আশ্রমে পালন করা হল ঐশীর জন্মদিন। ঐশীর জন্মদিন উপলক্ষে এদিন অনাথ আশ্রমের সকলের জন্য ছিল কেক, চকোলেট, চিপস। ছিল মনোরঞ্জনের জন্য ম্যাজিক শো। দুপুরের খাবারে ছিল ভাত, ভাজা, ডাল, পোস্ত, মুরগীর মাংস, চাটনি, পাপড়, মিষ্টি সবই।