লোহার রড বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে এক বাইক আরোহী ধাক্কা মারলে গলায় লোহার রড ঢুকে মৃত্যু হয় বাইক আরোহী যুবকের।
পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে নাসিম খান নামে বাইক আরোহী যুবক শাঁকতোড়িয়ার বাসিন্দা। তাঁর একটি ট্রাক নিতুরিয়া এলাকায় আটকে পড়ায় ড্রাইভারের ফোন পেয়ে তিনি নিতুরিয়ার দিকে যাচ্ছিলেন। রাতের অন্ধকারে দিশেরগড় ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা লোহার রড বোঝাই ট্রাকের পিছনে বেরিয়ে থাকা লোহার রড দেখতে না পাওয়ায় সরাসরি লোহার রড তাঁর গলা ফুঁড়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় স্থনীয় মানুষ উত্তেজিত হয়ে বুধবার সকাল ৬টা থেকে দিশেরগড় ব্রিজের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও স্থানীয় নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণের আশ্বাস দিলে দুপুর ১২ টা ৩০ মিনিট নাগাদ অবরোধ উঠে যায়।