বুধবার ভোরে জাতীয় সড়কে বাইক ও চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানায় ২ নম্বর জাতীয় সড়কের মেলেকোলা ব্রিজের কাছে। মৃতের নাম গোপাল স্বরূপ গগপাল (৩৬), ছত্তিশগড়ের বাসিন্দা। কর্মসূত্রে তিনি আসানসোলে থাকতেন এবং মাইথন পাওয়ার লিমিটেডের কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে গোপালবাবু আসানসোল থেকে বাইকে চেপে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। ঘন কুয়াশার মধ্যে কুলটির মেলেকোলা ব্রিজের কাছে একটি গাড়ির সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। ধাক্কা মেরে গাড়িটি পালিয়ে যায়। স্থানীয় মানুষজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে গোপালবাবুকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারকে পুলিশ খবর পাঠিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Like Us On Facebook