বর্ধমানে ২ নং জাতীয় সড়কের বাম চাঁদাইপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহী কিশোরের। ঘটনায় জখম হয়েছেন বাইকের অপর আরোহী। জানা গেছে, বর্ধমানে কাঞ্চন উৎসব দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাইক আরোহীরা। মৃত ছাত্রের নাম শুভঙ্কর বাড়ুই (১৭)। বাড়ি মেমার থানার পাল্লারোড মহেশতলা এলাকায়। পাল্লা হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল।
পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার শুভঙ্কর এবং সুভাষ মন্ডল নামে দুই বন্ধু বর্ধমানে কাঞ্চন উৎসব দেখে বাড়ি ফিরছিল। রাত প্রায় ১১ টা নাগাদ ২ নং জাতীয় সড়কের বামচাঁদাইপুর এলাকায় তাঁদের মোটর বাইকটি আচমকাই স্কিড করে যায়। ঘটনায় দু’জনেই গুরুতর জখম হয়। পুলিশ দু’জনকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করে। রাতেই মৃত্যু হয় শুভঙ্করের। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন সুভাষ মন্ডল ।
Like Us On Facebook