কলকাতার সুপার বাইকারদের একটি দল রবিবার উইকএন্ড হাইওয়ে বাইকিং-এ বেরিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ খোয়াল দলের এক সদস্য। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে ২নং জাতীয় সড়কে বর্ধমান থানার শক্তিগড় এলাকায়। মৃত যুবকের নাম বরুণ কেজরিওয়াল (৪০)। বাড়ি কলকাতার সল্টলেকে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি রবিবার কলকাতা থেকে বাইকারদের একটি দল জাতীয় সড়ক ধরে বর্ধমানে আসেন। পরে তাঁরা আবার কলকাতা ফেরেন। রবিবার দুপুরে ৬টি হাইএন্ড বাইক নিয়ে ওই দলের ৬ জন যুবক দ্রুত গতিতে জাতীয় সড়ক ধরে আসছিলেন। সেই সময় বরুণ কেজরিওয়ালের বাইকের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়ে যান। শক্তিগড় ফাঁড়ির পুলিশ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Like Us On Facebook