বর্ধমান থানার পুলিশ বৃহস্পতিবার মোটর বাইক চুরি চক্রের ২ পাণ্ডাকে গ্রেফতার করল। একইসঙ্গে উদ্ধার হয়েছে চুরি যাওয়া ৪ টি মোটর বাইক। ধৃত দু’জনের নাম মুস্তাকিম মল্লিক ও শেখ নাসিরুদ্দিন। মুস্তাকিম মল্লিকের বাড়ি মন্তেশ্বর থানার কুসুমগ্রামে ও শেখ নাসিরুদ্দিনের বাড়ি বর্ধমানের খাগড়াগড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বর্ধমান থানায় বাইক চুরির অভিযোগ দায়ের হয়। ওই অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ তদন্তে নেমে মুস্তাকিম মল্লিকের খোঁজ পায়। এরপরেই কুসুমগ্রামের ডাকবাংলো এলাকায় মুস্তাকিম মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে ৪টি বাইক সহ শেখ নাসিরুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। চুরি যাওয়া বাইক কাদের বিক্রি করতো এবং চুরি চক্রের সঙ্গে কারা যুক্ত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত দু’জনকে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।
Like Us On Facebook