পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। শুক্রবার ঘটনাটি ঘটেছে বর্ধমান-আরামবাগ রোডে রায়না থানার বাঁকুড়া মোড়ের কাছে। মৃতদের নাম শেখ কিবরিয়া(৫০) ও শেখ আসাদুল (২৬ )। বাড়ি খণ্ডঘোষ থানার ছাতিমপুর গ্রামে।

জানা গেছে, এদিন সকালে বাইকে করে ক্যাটারিংয়ের কাজে বর্ধমান যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান শেখ কিবরিয়া(৫০) ও শেখ আসাদুল (২৬ )। বাইকে সওয়ারি অপর একজন অল্পের জন্য বেঁচে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Like Us On Facebook