চড়কের মেলা দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। আহত হলেন অপর এক বন্ধু। পুলিশ সূত্রে জানা গেছে, মেমারি থানার সাতগাছিয়ার আহিরা গ্রামের বাসিন্দা শুকলাল মূর্মূ (২২), রামলাল মূর্মূ (২৩) এবং জীতেন মূর্মূ মোটরবাইক নিয়ে রবিবার গুসকরায় যান চড়কের মেলা দেখতে। রাতে বাড়ি ফেরার পথে বর্ধমানের দেওয়ানদিঘী এলাকায় তাদেরই অপর এক বন্ধু অর্জুন মূর্মূর সঙ্গে দেখাও করেন।

অর্জুন মূর্মূ জানিয়েছেন, রাত্রি প্রায় ১০ টা নাগাদ তাঁর সঙ্গে দেখা করে ওই তিন বন্ধু বাড়ি ফেরার পথে দেওয়ানদিঘী থেকে কিছুটা দূরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে তাদের বাইকের। আশঙ্কাজনক অবস্থায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রামলাল মূর্মূকে মৃত ঘোষণা করেন। সোমবার সকালে মৃত্যু হয় অপর বন্ধু শুকলাল মূর্মূর। আহত জীতেন মূর্মূকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই এঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

অর্জূন জানিয়েছেন, শুকলাল মূর্মূ গুজরাটের রাজকোটে সোনার দোকানে কাজ করতেন। দিন কয়েক আগেই তিনি বাড়িতে মনসা পূজো উপলক্ষ্যে বাড়ি আসেন। রামলাল মূর্মূ ইলেকট্রিকের মিস্ত্রী ছিলেন। জীতেন মোটর গ্যারেজের কর্মী। রবিবার জীতেনই তাঁর গ্যারেজ মালিকের মোটরবাইক নিয়ে তিন বন্ধুতে চড়ক মেলা দেখতে বেড়িয়েছিলেন।

Like Us On Facebook