পিক-আপ ভ্যানের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দুই আরোহী। ঘটনাটি ঘটেছে বর্ধমান-নবদ্বীপ রোডের ভিটা-শোনপুরের কাছে। জানা গেছে, মন্তেশ্বর থানার ভাণ্ডারপুর থেকে রবিবার বিকেলে বাইকে চেপে জামশেদ, আফসার ও নাসিম বর্ধমানের দিকে আসছিলেন। বর্ধমান-নবদ্বীপ রোড ধরে আসার সময় ভিটা-শোনপুরের কাছে একটি পিক-আপ ভ্যানের সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা আহত তিন বাইক আরোহীকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক জামশেদকে মৃত ঘোষণা করেন। অপর দুই বাইক আরোহী বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন।
Like Us On Facebook