শুক্রবার সকালে আগুনে ভস্মীভূত হল একটি মোটরবাইক। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বুদবুদ বাজারের পেট্রল পাম্পে এক সেনা কর্মী তাঁর মোটরবাইকে পেট্রল নিতে আসেন। পেট্রল নিয়ে মোটরবাইকে স্টার্ট দেওয়ার সময় হঠাৎই মোটরবাইকে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে মোটরবাইকটি দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে বুদবুদ থানার এক পুলিশ কর্মী ও এক সিভিক কর্মী ঝুঁকি নিয়ে মোটর বাইকটিকে পেট্রল পাম্প থেকে বের করে রাস্তার উপর নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদের ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি এবং শটসার্কিট থেকে মোটরবাইকটিতে আগুন লেগেছে বলে অনুমান দমকল বাহিনীর।
Like Us On Facebook