নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল মোটরবাইক, আর তার পরেই আগুন ধরে যায় বাইকে। গুরুতর জখম দুই মোটরবাইক আরোহীকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পালসিটের কাছে। দুই মোটরবাইক আরোহী মেমারি থেকে বর্ধমান যাচ্ছিল। তাদের মোটরবাইকের মধ্যে বেশ কিছু রং মশাল ও আতসবাজি ছিল। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যাওয়ার পরই বাইকে আগুন ধরে যায়। ওই আগুনে দুই বাইক আরোহীও ঝলসে যায়। গুরুতর জখম দুজনকে মেমারি থানার পুলিশ উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়।
Like Us On Facebook