অন্ডাল থানার অন্তর্গত মাধবপুর ১১ নম্বর এলাকায় একটি বন্ধ ওসিপির জমে থাকা জলে বুধবার সন্ধ্যায় একটি বাইক সহ এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত যুবকের নাম রবিন যাদব (২৪), তিনি রিয়েল কাজোরা কোলিয়ারির অন্তর্গত নিচু সেন্টার এলাকার বাসিন্দা। এলাকার মানুষজনের অনুমান, ওই যুবককে খুন করে খনির জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। যেখান থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়, সেখানে ইসিএলের খোলামুখ খনি ছিল, যা বর্তমানে বন্ধ রয়েছে এবং জল জমে জলাশয়ে পরিণত হয়েছে। এলাকার মানুষ এই জলাশয়টিতে স্নান করেন বলে জানা গেছে। বুধবার সকালে স্থানীয় কয়েকজন জলাশয়ে স্নান করতে গেলে জলের নীচে মোটর সাইকেলটি দেখতে পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দড়ির সাহায্যে মোটর সাইকেলটি জল থেকে টেনে তুলে থানায় নিয়ে যায়। মোটর সাইকেলের নম্বরের সাহায্যে মালিককে খুঁজে বের করা হয়। জিজ্ঞাসাবাদে যুবকের বাবা জানান, আমার ছেলে মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল। হত্যার আশঙ্কায় পুলিশ দিনভর ওই জলাশয়ে যুবকের খোঁজ চালায়, শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে জলের নীচ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দা মহম্মদ আজিজ জানান, নিহতের বাবা মহাবীর যাদব পেশায় গরু পালন করে দুধ বিক্রি করে সংসার চালান। মৃত যুবক বেকার ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাইকে বের হওয়ার পর থেকেই সে নিখোঁজ ছিল। সন্দেহের ভিত্তিতে পুলিশ মৃতের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে। এসিপি (অন্ডাল) তাহেদ আনোয়ার জানান, ঘটনার তদন্ত চলছে। সন্দেহের ভিত্তিতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সত্যতা দ্রুত জানা যাবে।