.

আগামী ৫ জানুয়ারি থেকে বর্ধমান পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে বিধানপল্লীর মাঠে শুরু হচ্ছে ‘বিধান উৎসব’। উৎসব চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। শনিবার মেলার উদ্যোক্তা তথা তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত এক সাংবাদিক বৈঠকে জানান, ডঃ বিধান রায়ের স্মৃতির উদ্দেশ্যে এবছরই প্রথম আয়োজিত হচ্ছে বিধান উৎসব। বিধান উৎসবের উদ্বোধন করবেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উদ্বোধনে উপস্থিত থাকবেন অভিনেত্রী দেবশ্রী রায়। প্রতিদিন সন্ধ্যায় নামিদামী শিল্পীদের নিয়ে উৎসবের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবে বিভিন্ন স্টলের মধ্যে একটিতে ডঃ বিধান রায় সর্ম্পকিত বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। উৎসব থেকে সংগৃহীত অর্থ দুঃস্থদের চিকিৎসায় ব্যয় করা হবে।

Like Us On Facebook