.

বিশ্ববাংলার বর্ধমান, সংস্কৃতির পীঠস্থান এই ভাবনাকে সামনে রেখে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের স্মৃতিতে বিধান উৎসব কমিটির উদ্যোগে বর্ধমান শহরের বিধানপল্লী রাজার মাঠে শুরু হল বিধান উৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখ্যোপাধ্যায়। উৎসবকে কেন্দ্র করে প্রতিদিনই থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, রকমারী স্টল ও বিধান চন্দ্র রায়ের জীবনী নিয়ে প্রদর্শনীর ব্যবস্থাও থাকছে। ভিন্ন স্বাদের উৎসবকে ঘিরে চরম উন্মাদনা শহরবাসীর।

Like Us On Facebook