বর্ধমানের ভাতাড় থানার ওড়গ্রামের শ্রীকৃষ্ণপুর গ্রামে গৃহস্থের বাড়ি থেকে সোনার গয়না ও টাকা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গণেশ সোরেন নাম এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভাতাড় থানার নতুনগ্রামে তাঁর বাড়ি। রবিবার ভোরে বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে শ্রীকৃষ্ণপুরের অশোক পাঁজার বাড়িতে চুরির ঘটনা ঘটে। দিনের বেলায় বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে চোর ঘরে ঢোকে। আলমারির লক ভেঙে আলমারিতে রাখা ১৫ হাজার টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোর। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গণেশ সোরেনকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে তোলে ভাতাড় থানার পুলিশ। বিচারক ধৃতের তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
Like Us On Facebook