ভারত বিদ্যাচর্চা কেন্দ্রের উদ্যোগে রবিবার আয়োজন করা হল ভাস্কর চট্টোপাধ্যায় ও কণিকা চট্টোপাধ্যায় স্মৃতি স্মারক বক্তৃতা। এদিন এই বক্তব্যের বিষয় ছিল ‘জেন্ডার, ডেভেলপমেন্ট, পার্টিসিপেশন অ্যান্ড লোকাল গভর্ণমেন্ট’। এই বিষয়ে বক্তব্য রাখেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্ত্তী। একই সঙ্গে এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে দুইজন কৃতি ও মেধাবী ছাত্রীকে সম্মান জানানো হয়। ভারত বিদ্যাচর্চা কেন্দ্রের সম্পাদিকা শিখা আদিত্য জানান, বর্তমানে প্রশাসনের প্রায় অর্ধেক আসনেই মহিলারা রয়েছেন। তাই এই পরিপ্রেক্ষিতে বিষয়টির গুরুত্ব অপরিসীম। তাই এই ধরণের আলোচনার আয়োজন করা হয়েছে।
Like Us On Facebook