শনিবার থেকে বর্ধমান শহরে শুরু হচ্ছে ১১তম ভারত সংস্কৃতি উৎসব। এবছর দেশের ২১টি রাজ্য ছাড়াও বিদেশের ১১ট়ি জায়গা থেকে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন এই ভারত সংস্কৃতি উৎসবে। ভারত সংস্কৃতি উৎসব কমিটির সম্পাদক প্রসেনজিত পোদ্দার জানিয়েছেন, ১৫ থেকে ১৯ ডিসেম্বর বর্ধমান শহরের ৪টি কেন্দ্রে পর্যায়ক্রমে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে। শনিবার বর্ধমান টাউন হলে এই উৎসবের সূচনা করবেন বর্ধমানের বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ।
হিন্দুস্থান আর্ট অ্যাণ্ড মিউজিক সোসাইটি এবং অন্তরা সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে সর্বভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নৃত্য, আঞ্চলিক নৃত্য, লোকনৃত্য, রবীন্দ্রনৃত্য, অঙ্কন, আবৃত্তি, রবীন্দ্রসংগীত প্রভৃতির প্রচার ও প্রসারের জন্য ভারত সংস্কৃতি উৎসব গত বছর থেকেই বর্ধমান ছাড়িয়ে পা রেখেছে কলকাতাতেও। এবছরও উৎসবের দ্বিতীয়াংশ অনুষ্ঠিত হবে ২৪ থেকে ৩০ ডিসেম্বর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, দ্বারকানাথ মঞ্চ এবং রথীন্দ্রনাথ মঞ্চে। এবছর উৎসবের মোট বাজেট ৪৩ লক্ষ টাকা।