দুর্গাপুর মহকুমা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার দুর্গাপুরের বেনাচিতি বাজারকে স্থানান্তরিত করা হয় স্থানীয় দেশবন্ধু নগরের মাঠে। শনিবার সকালে দেশবন্ধু নগরের মাঠের খোলা জায়গায় বাজার বসে এবং ক্রেতারা দেশবন্ধু নগরের মাঠে গিয়ে তাঁদের প্রয়োজনীয় বাজার করেন।

করোনা মোকাবিলায় লকডাউনে ক্রেতাদের হুড়োহুড়ি রুখতে শুক্রবার দুর্গাপুর মহকুমা প্রশাসন বেনাচিতি বাজারকে সরিয়ে পাশেই দেশবন্ধু নগরের মাঠে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। শুক্রবার সকালে দুর্গাপুর মহকুমা প্রশাসনের কর্মকর্তারা বেনাচিতি বাজার পরিদর্শন করে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার আবেদন করেন ক্রেতা বিক্রেতা সহ সকলকেই। বাজারে ক্রেতাদের হুড়োহুড়ি দেখে শনিবার থেকে বেনাচিতির সবজি, মাছ, ও ফলের দোকান দেশবন্ধু নগরের মাঠে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন মহকুমা প্রশাসনের কর্তারা। দুর্গাপুর মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, ভিড় এড়াতে দুর্গাপুরের বেশ কয়েকটি বড় বাজারকে স্থানান্তরিত করার কথা ভাবা হচ্ছে।

Like Us On Facebook