ভোটারদের মনে আস্থা জাগাতে এবং নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করতে কেন্দ্রীয় বাহিনীর জন্য অপেক্ষা না করে এবার রাজ্য পুলিশেরই কমব্যাট ফোর্স নিয়ে এরিয়া ডমিনেশনে নামল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বাড়ি বাড়ি ঘুরলেন জেলাশাসক ও পুলিশ সুপার। মঙ্গলবার বিকেলে পূর্ব বর্ধমানের নতুনগ্রামে পাড়ায় পাড়ায় টহল দিল সশস্ত্র বাহিনী। ২০০৯ সালে এই গ্রামেই খুন হয়েছিলেন তৃণমূল সমর্থক মন্টু মাস্টার। এখনও মামলা চলছে।

বর্ধমান সদর এলাকার দেওয়ানদিঘি থানার নতুনগ্রামে এদিন বিকেলে এসে পৌঁছায় রিজার্ভ বাহিনী। শুরু হয় ফ্ল্যাগ মার্চ। উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ও পুলিশ সুপার ভাস্কর মুখার্জি সহ অন্যান্যরা। বাহিনী গ্রামের ভিতরে ঢুকে রাস্তার মোড়ে মোড়ে টহল দেয়। সাহস যোগায় স্থানীয় মানুষকে। প্রশাসনের কর্তারা গ্রামবাসীদের সাথে কথা বলেন। তাঁদের জানান নির্ভয়ে ভোট দিতে। কোন অসুবিধা হলে ১৯৫০ টোল ফ্রী নম্বর ব্যবহার করার কথা বলেন। প্রশাসন সবসময় তাঁদের পাশে থাকবে বলে আশ্বস্ত করা হয়। একইসাথে তাঁরা কথা বলেন মন্টু মাস্টারের পরিবারের সঙ্গেও। জেলাশাসক ও পুলিশ সুপার তাঁদের আশ্বস্ত করেন। এইভাবেই মঙ্গলবার বিকেলে গ্রামবাসীদের মনে আস্থা জাগাতে তৎপর হল জেলা প্রশাসন।



Like Us On Facebook