বুদবুদ বাইপাশের পাশে একটি বেসরকারি বিএড ও ডিএলএড কলেজের রবিবার উদ্ধোধন করলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। উদ্ধোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষানীতি আজ বিশ্ব ব্যাপি প্রশংসিত হচ্ছে বলে মলয়বাবু দাবি করেন। মলয়বাবু বলেন, ‘রাজ্যের কন্যাশ্রী প্রকল্প আজ বিশ্বের কাছে সমাদ্রিত ও সম্মানিত।’ আইন ও শ্রম মন্ত্রী শিক্ষা বিস্তার ও রাজ্যের উন্নয়ন নিয়ে গত পাঁচ বছরের সাফল্য এদিন তুলে ধরেন। এদিন কলেজের উদ্ধোধনে স্থানীয় বিডিও তারকনাথ দাস, গলসির বিধায়ক অলোক মাজি সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এনসিটিই ও বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ প্রইমারি শিক্ষা বোর্ড অনুমোদিত এমএন একাডেমি নামে ওই বিএড ও ডিএলএড কলেজে চলতি শিক্ষাবর্ষের জুলাই এর শেষ দিকে ক্লাস শুরু হবে বলে জানা গেছে। এই বিএড ও ডিএলএড কলেজের পর এমএন একাডেমিক ট্রাস্ট একটি আইটিআই ও একটি স্কুল খুব শীঘ্রই খুলতে চলছে বলে ট্রাস্ট সূত্রে জানা গেছে। বর্তমানে ২২ জন শিক্ষক ও শিক্ষিকা এই কলেজে বিএড ও ডিএলএড প্রশিক্ষণ নেবার জন্য ভর্তি হয়েছেন বলে জানান কলেজের চেয়ারম্যান মদন মোহন ভট্টাচার্য্য। তাঁর আশা জুলাই এর শেষ সপ্তাহে ক্লাস শুরুর আগে কলেজে প্রায় ১০০ শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ নিতে ভর্তি হয়ে যাবেন।
Like Us On Facebook