আসানসোল হাসপাতালের সৌন্দর্য্যায়নের কাজ শুরু হল। আসানসোল হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নতি হওয়ায় মানুষের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর প্রবণতা বাড়ছে। তাই হাসপাতালের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যায়নের দিকে বিশেষ নজর দিল আসানসোল নগর নিগম। সম্প্রতি ৫০ লক্ষ টাকার একটি সৌন্দর্য্যায়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। প্রকল্পের অনুমোদন পাওয়ার পরই আসানসোল নগর নিগম বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে প্রকল্পের কাজ শুরু করে দিল।
আসানসোল নগর নিগম সূত্রে জানা যায় সৌন্দর্য্যায়নের অঙ্গ হিসাবে আসানসোল হাসপাতালে গড়ে তোলা হবে গাড়ি রাখার জায়গা, রোগীর আত্মীয়-স্বজনদের বসার জায়গা, পানীয় জলের ব্যবস্থা, শৌচালয় সহ উন্নত নিকাশি ব্যবস্থা। এছাড়াও হাসপাতালের ভিতরের রাস্তাগুলির দুই ধারে আলো ও গাছ লাগানো হবে এবং হাসপাতালের গেট দুটির সংস্কার করা হবে। বৃহস্পতিবার আসানসোল নগর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারী নারকেল ফাটিয়ে এই প্রকল্পের শুভ সূচনা করলেন।