অবশেষে প্রশাসনিক হস্তক্ষেপে জটিলতা কাটল বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন এলাকায় উন্নয়নমূলক কাজের। সোমবার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের সঙ্গে মন্দিরের ট্রাস্ট কমিটির সদস্য, বিডিএ এবং পূর্ত দপ্তরের প্রতিনিধিদের বৈঠকের পর এই জটিলতা কাটল। বৈঠক শেষে এদিন বর্ধমান পুরসভার পুরপতি তথা ট্রাস্ট কমিটির সভাপতি ডা. স্বরূপ দত্ত জানান, রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং বর্ধমান উন্নয়ন পর্ষদ সহ পূর্ত দপ্তর মন্দির সংলগ্ন এলাকার সৌন্দর্য্যায়নের কাজ শুরু করলেও কিছু কিছু ক্ষেত্রে ট্রাস্ট কমিটির সম্পাদক তাঁকে কিছু না জানিয়েই সিদ্ধান্ত নিচ্ছিলেন। এরফলে কাজের যে প্রত্যাশিত অগ্রগতি তা আটকে যাচ্ছিল। এরপরই জেলাশাসকের কাছে গোটা বিষয়টি জানানো হয়।
বর্ধমান পুরসভার কাউন্সিলার খোকন দাস এদিন জানান, এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্দিরের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে জেলাশাসকের নির্দেশ অনুসারেই কাজ হবে। মঙ্গলবার থেকেই কাজ শুরুর নির্দেশ দিয়েছেন জেলাশাসক। অপরদিকে, ট্রাস্ট কমিটির সম্পাদক শ্যামলেন্দু চট্টোপাধ্যায় জানিয়েছেন, বর্ধমান সর্বমঙ্গলা মন্দির এলাকা দেবীর সম্পত্তি। ট্রাস্ট কমিটি সেই সম্পত্তির দেখভাল করে। তিনি জানান, রাজ্য সরকারের পর্যটন দপ্তর এই মন্দিরের উন্নতিকল্পে কিছু টাকা বরাদ্দ করেন। এছাড়াও বর্ধমান উন্নয়ন পর্ষদ এবং পূর্ত দপ্তরও বেশ কিছু উন্নয়নের কাজ হাতে নেয়। কিন্তু তাঁরা এই উন্নয়নমূলক কাজের বিষয়ে বিস্তারিত তাঁদের কিছু না জানানোয় তাঁরা গোটা বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন জেলাশাসকের। তিনি জানিয়েছেন, তিনি নিজে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। ট্রাস্টের সদস্যদের মতামত নিয়েই তিনি সবকিছু জানিয়েছেন। এরপরই জেলাশাসক এদিন বৈঠকে ডাকেন তাঁদের। শ্যামলেন্দুবাবু জানিয়েছেন, সৌন্দর্য্যায়ন সহ এলাকার উন্নয়নমূলক কাজ করার ব্যাপারে জেলাশাসক নির্দেশ দিয়েছেন, উন্নয়ন মূলক কাজ বন্ধ করা যাবে না।
সম্প্রতি মুখ্যমন্ত্রী বর্ধমান সফরে এসে এই উন্নয়নমূলক কাজের সূচনা করে যান। তাই মঙ্গলবার থেকেই এই কাজ শুরুর নির্দেশ দিয়েছেন জেলাশাসক। এরই পাশাপাশি ট্রাস্ট কমিটির সঙ্গে যে সমস্ত চুক্তি তা ধাপে ধাপে করার কথা বলেছেন জেলাশাসক। অন্যদিকে, জেলাশাসক জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এই উন্নয়নমূলক কাজ জটিলতায় আটকে যাওয়ায় তিনি নিজে কয়েকবার মন্দির এলাকায় যান। বৈঠকও করেন। কিন্তু তারপরেও নানাবিধ সমস্যা দেখা দেওয়ায় কার্যত উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যায়। তাই এদিন নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার থেকেই পুরোদমে কাজ শুরু করতে হবে।