ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষদের সচেতন করতে এবার বর্ধমানের রাজপথে বাউলশিল্পীরা। সারাবাংলা অমৃত বাউল লোকগান প্রসার সমিতির উদ্যোগে শুক্রবার প্রায় জনা কুড়ি বাউলশিল্পী নিজেদের রচিত গান দিয়েই বর্ধমানের স্টেশন, কার্জন গেট, পার্কাস রোড মোড় সহ সমগ্র কোর্ট কম্পাউন্ড চত্বরে সচেতনতামূলক প্রচার করেন। গান দিয়ে প্রচারে মানুষের ব্যপক সাড়া পাওয়া যায়, তাছাড়া একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষদেরও সচেতন করার এক অন্যতম মাধ্যম এই বাউল গান, তাই তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছেন শিল্পীরা। যেখানে গানের মাধ্যমে ডেঙ্গি প্রতিরোধ, চিকিৎসা পদ্ধতি, সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি ও নিজেদের কর্তব্য সবই তুলে ধরা হয়েছে।

Like Us On Facebook