শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আঙ্গিকে বুধবার বসন্ত উৎসব পালন করলেন বর্ধমান পৌর বালক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-অভিভাবকরা। স্কুলের খোলা মাঠেই বসন্তকে স্বাগত জানিয়ে নাচ, গান, কবিতায় মেতে ওঠে সমগ্র স্কুল। লাল, নীল, হলুদ আবিরে একে অপরকে রাঙিয়ে তোলে ছাত্র ও অভিভাবকরা।
দোলের আগের দিন বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের মাঠে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে আয়োজিত হল বসন্ত উৎসব। স্কুলের মাঠকে আবির দিয়ে রাঙিয়ে তোলা হয়। এবছরই প্রথম মিউনিসিপ্যাল হাইস্কুলের পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এদিন ছাত্র-শিক্ষক-অভিভাবকরা বসন্ত উৎসবে মেতে ওঠেন।
অন্যান্য স্কুল, কলেজ ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও দোলের আগের শেষ পঠনপাঠনের দিনটিতে রং খেলায় মেতে ওঠেন। পাশাপাশি বসন্ত উৎসবে মেতে উঠলেন বর্ধমান পৌরসভার কর্মী, সিআইসি, এমসিআইসি সহ সকলে।
Like Us On Facebook