.
করোনার জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ২ অক্টোবর থেকে দর্শকদের জন্য খুলতে চলেছে বর্ধমান জ্যুলজিক্যাল পার্ক বা রমনাবাগান চিড়িয়াখানা। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনেই চিড়িয়াখানা খোলা হবে বলে জানিয়েছেন বিভাগীয় বনাধিকারিক দেবাশীষ শর্মা। তিনি আরও জানিয়েছেন, অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করা হচ্ছে। সকলের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক। দর্শকদের মানতে হবে সামাজিক দুরত্ব। চিড়িয়াখানার রেলিংয়ে হাত দেওয়া যাবে না। বসানো হবে স্যানিটাইজার মেশিন। বাড়তি নিরাপত্তার জন্য বাড়ানো হচ্ছে নিরাপত্তা কর্মীর সংখ্যাও। প্রতিদিনই সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা।
Like Us On Facebook