কুলু-মানালি বেড়াতে গিয়ে ফেরার পথে ট্রেনে ডাকাতদের খপ্পরে পড়ে টাকা ও মোবাইল খোয়ালেন পূর্ব বর্ধমানের জামালপুরের একদল পর্যটক। বাধা দিতে গিয়ে ডাকাতদের ছুরির কোপে জখম হলেন এক পর্যটক। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপপুর স্টেশনের কাছে ডাউন অমৃতসর-হাওড়া মেলে। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনে নেমে বর্ধমান জিআরপিতে ঘটনার অভিযোগ দায়ের করেন পর্যটক দলের সদস্যরা।
জানা গেছে, দিন পনেরো আগে জামালপুর এলাকা থেকে চারটি পরিবারের ১৫ জন সদস্য উত্তর ভারতের কুলু-মানালি বেড়াতে গিয়েছিলেন। সোমবার সকালে ডাউন হাওড়া-অমৃতসর মেলে তাঁরা বর্ধমানের উদ্দেশ্যে রওনা হন। পর্যটকদের অভিযোগ, সোমবার গভীর রাতে উত্তরপ্রদেশের প্রতাপপুর স্টেশনের কাছে তাঁদের সংরক্ষিত বগিতে একদল দুষ্কৃতী হানা দেয়। ঘুমন্ত যাত্রীদের কাছ থেকে ব্যাগ-মোবাইল কেড়ে নিতে থাকে। টের পেয়ে এক যাত্রী দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলে সেই যাত্রীকে ছুরির কোপ দিয়ে ব্যাগ, মোবাইল ইত্যাদি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ডাকাতরা। ঘটনার কথা ট্রেনের গার্ডকে জানালে তিনি ওই যাত্রীর চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা বর্ধমান জিআরপিতে অভিযোগ দায়ের করেন। যাত্রীদের অভিযোগ সংশ্লিষ্ট জিআরপিতে পাঠিয়ে দেওয়া হবে বলে জিআরপি সূত্রে জানা গেছে।