দুটি নতুন গ্রহাণুর সন্ধান পেয়েছেন বর্ধমানের কলেজ পড়ুয়া মহাকাশ গবেষক শুদ্ধাসত্ত্ব চৌধুরী। তাঁর সঙ্গীদের নিয়ে মূল্যবান প্লাটিনাম ধাতু সমৃদ্ধ দুটি গ্রহাণুর সন্ধান পেয়েছেন তিনি। যার স্বীকৃতিও পেয়েছেন তাঁরা। নিজেদের শহর বর্ধমানের নাম অনুসারে তাঁরা একটি গ্রহাণুর নাম BURDWAN01 দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট সংস্থাকে।
বর্ধমানের কালনা গেট এলাকার বাসিন্দা শুদ্ধাসত্ত্ব চৌধুরী। চন্ডিগড় ইউনিভার্সিটি অ্যারোস্পেস ডিপার্টমেন্টের ছাত্র। শুদ্ধাসত্ত্বের সঙ্গী কম্পিউটার সায়েন্সের ছাত্র প্রিয়ম হালদার, অপরজন সিভিল ইঞ্জিনিয়ারের ছাত্রী ঐশ্বর্য পাঁজা। কলেজ পড়ুয়া বিজ্ঞানীরা তাঁদের টিমের নাম দিয়েছে ‘গ্লোবট্রর্টাস’। নতুন এই গ্রহাণুদুটির কোড নেম P11dsAI ও IUb4271। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সার্চ কোলাবরেশন(IASC)-এর ডেটাবেস অনুযায়ী গ্রহাণুদুটির নাম GLO0020 ও GLO0036। P11dsAI গ্রহাণুটির ব্যাসার্ধ ০.৬ মাইলের বেশি। এটি M টাইপ অ্যাস্টরয়েড। যাতে ১১০ পাউন্ডের বেশী প্লাটিনামের অস্তিত্ব পাওয়া গেছে বলে দাবি তাঁদের।
নাসা স্বীকৃত সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সার্চ কোলাবরেশন সংস্থা তাঁদের আবিষ্কারকে স্বীকৃতি দিয়ে শংসাপত্র দিয়েছে বলে জানিয়েছেন তিন পড়ুয়া। তাঁদেরকে নাসার সায়েন্টিস্ট প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা হয়েছে। শুদ্ধাসত্ত্বর ইচ্ছা বর্ধমান থেকে মহাকাশ নিয়ে গবেষণা চালিয়ে যাওয়া। গ্রামীণ দূষণ মুক্ত আবহাওয়া তাঁর কাজে সহায়তা করবে বলে জানিয়েছেন। যারা এই বিষয়ে উৎসাহী তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তরুণ মহাকাশ গবেষকদের দল ‘গ্লোবট্রর্টাস’।