নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা এবং একটি ল্যাপটপ ট্রেনের কামরা থেকে উদ্ধার করার পর তা মালিককে ফিরিয়ে দিল বর্ধমান স্টেশনের আরপিএফ। টাকা ও ল্যাপটপ সহ ব্যাগ ফিরে পেয়ে খুশির কথা জানালেন ব্যাগের মালিক। পাশাপাশি তিনি ধন্যবাদ জানান আরপিএফকে।

বর্ধমান স্টেশনের আরপিএফ সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট রাত্রি প্রায় ১১টা ১০ নাগাদ ডাউন পুরুলিয়া প্যাসেঞ্জার বর্ধমান স্টেশনের ৭নং প্ল্যাটফর্মে এসে থামে। যাত্রীরা নেমে গেলে আরপিএফের সাব ইন্সপেক্টর আর এন পারিদা এবং কনষ্টেবল মোল্লা সামসুদ্দিন ট্রেনের কামরায় রুটিন মাফিক তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় তাঁদের নজরে আসে সিটে একটি ব্যাগ পড়ে রয়েছে। এরপরই তাঁরা ওই ব্যাগটি উদ্ধার করে নিয়ে যান। ব্যাগের মধ্যে নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা ছাড়াও একটি দামী ল্যাপটপ ছিল। ব্যাগের মধ্যে থাকা ফোন নম্বর থেকে তাঁরা যোগাযোগ করেন মলয় দাঁর সঙ্গে। বর্ধমানের মাধবডিহি থানার উচালনের বাসিন্দা তথা ডিভিসির পুরুলিয়ার রঘুনাথপুর প্রকল্পের ইঞ্জিনিয়ার মলয় দাঁ জানিয়েছেন, অসাবধানতাবশতঃ তিনি ভুলে ট্রেনের সিটেই ব্যাগটি ফেলে চলে আসেন। শনিবার আরপিএফের পক্ষ থেকে তাঁর হাতে নগদ টাকা ও ল্যাপটপ সহ ব্যাগটি তুলে দেওয়া হয়।

Like Us On Facebook