কেরলের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন বর্ধমান জেলা রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। শনিবার সংগঠনের পক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৪০০ কুইন্টাল চাল পাঠানোর ব্যবস্থা করা হয় কেরলে। বন্যা বিধ্বস্ত কেরলের অসহায় ভাই বোনেদের পাশে দাঁড়াতেই তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের অন্যতম সদস্য আব্দুল মালেক।
শনিবার দুটি ট্রাকে ৪০০ কুইন্টাল মিনিকিট চাল কেরলে পাঠানো হয় সংগঠনের পক্ষ থেকে। বর্ধমান থেকে একটি এবং গলসি থেকে একটি ট্রাকে চাল লোড করে কেরলের উদ্দেশ্যে পাঠানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরলের মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। জানা গেছে, অল বেঙ্গল রাইস মিল ওনার্স অ্যাসোসিয়শন তাদের প্রতিটি জেলা কমিটিকে কেরলে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বলে। তারই পরিপ্রেক্ষিতে এদিন বর্ধমান জেলা রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন ৪০০ কুইন্টাল চাল পাঠায় কেরলে। রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন এর আগেও বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।