পুজোর আগেই উদ্বোধন করার লক্ষ্যে বর্ধমান স্টেশন সংলগ্ন ঝুলন্ত রেল ওভারব্রিজের অ্যাপ্রোচ রোডের শেষ পর্যায়ের কাজ শুরু করতে চলেছে নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। শনিবার পূর্ব বর্ধমানের জেলাশাসক, পুলিশ সুপার সহ পূর্ত, পরিবহণ, পুরসভা ও বর্ধমান উন্নয়ন সংস্থার আধিকারিকরা ব্রিজ পরিদর্শনে যান এবং নির্মাণ সংস্থার কর্তাদের সঙ্গে ব্রিজের উপরে বৈঠক করেন। পুজোর আগেই বাকি কাজ শেষ হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ব্রিজ নির্মাণ সংস্থার পক্ষ থেকে। সব ঠিকঠাক থাকলে মহালয়ার দিনই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই উড়ালপুল। এই ব্রিজ চালু হলে বর্ধমান স্টেশন সহ শহরের যানজট কমবে বলে আশা করা হচ্ছে।

২০১৫ সালে বর্ধমান স্টেশন সংলগ্ন রেল লাইনের উপর ঝুলন্ত মূল ব্রিজটি তৈরি হয়ে গেলেও ব্রিজের চারটি অ্যাপ্রোচ রোড তৈরি নিয়ে জটিলতা দেখা দেয়। বিভিন্ন কারণে বারবার থমকে যায় কাজ। শেষমেশ সব বাধা কাটিয়ে অ্যাপ্রোচ রোডের শেষ পর্যায়ের কাজ শুরু হতে যাচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, উড়ালপুল ও সংলগ্ন এলাকার সৌন্দর্যায়নে উন্নত লাইটিং ব্যবস্থা, পার্ক ইতাদি গড়ে তোলা হবে। নিরাপত্তার দেখভালের জন্য সিসি ক্যামেরা সহ সেতুর নীচে ট্রাফিক পুলিশ, মহিলা পুলিশ সহ পুলিশের একটি ইউনিট থাকবে। ব্রিজের উপর স্পিড ডিটেক্টিং সেন্সর সহ ক্যামেরা বসানো হবে। সেতুর নীচে কিছু ঘর তৈরি করা হবে সেগুলি পুরসভার মাধ্যমে ব্যবসায়ীদের বিলি করা হবে। এই এলাকায় পার্কিংয়ের সমস্যা মেটাতে টোটো স্ট্যান্ড সহ অন্যান্য যানের জন্য সেতুর নীচে পার্কিংয়ের ব্যবস্থাও করা হবে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

ব্রিজের উপর প্রশাসনের কর্তাদের সঙ্গে নির্মাণ সংস্থার আধিকারিকদের বৈঠক
Like Us On Facebook