হায়দ্রাবাদে এক পশু চিকিৎসককে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে নামল বর্ধমান। শনিবারের সন্ধ্যায় বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বর্ধমান ওয়েভ’-এর আয়োজনে শহরের প্রাণকেন্দ্র কার্জনগেটে এক প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়। এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমানের গাছ মাস্টার নামে খ্যাত তথা জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক অরূপ চৌধুরী, বর্ধমান ওয়েভের সভাপতি পার্থ চৌধুরী সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। এদিন মোমবাতি জ্বালিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। পথচলতি বহু মানুষ এদিনের এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।
এদিকে, বৃহস্পতিবার হায়দ্রাবাদের উপকণ্ঠে ২৬ বছর বয়সী পশু চিকিত্সককে নৃশংসভাবে ধর্ষণ ও পেট্রল দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় হায়দ্রাবাদ পুলিশ চার জনকে শুক্রবার গ্রেফতার করেছে। ধৃতরা হল জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০), মহম্মদ আরিফ (২৬) এবং চিন্তাকুণ্ড চন্নাটকভুলু (২০)। চারজনই স্থানীয় নারায়ণপেট জেলার বাসিন্দা। দেশজুড়ে এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দোষীদের অবিলম্বে ফাঁসির দাবি জানাচ্ছেন দেশের মানুষ।