শনিবার বর্ধমান পৌর উৎসবের উদ্বোধন করলেন বিধায়ক তথা প্রতিথযশা চলচ্চিত্রাভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। বর্ধমান উৎসব ময়দানে আয়োজিত এই উৎসবের শুভ উদ্বোধনে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, স্থানীয় বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পুলিশ সুপার ভাস্কর মুখার্জী সহ বর্ধমান পৌরসভার প্রাক্তন কাউন্সিলররা।
এবারের উৎসবে ১৫০ টির বেশি স্টল স্থান পেয়েছে। এদিন বর্ধমান পৌর উৎসবের স্থায়ী লোগোর উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। উৎসব উপলক্ষে এদিন শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় বিভিন্ন সংস্থা ও স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভন্ন সাজে সজ্জিত হয়ে শহর পরিক্রমা করে। উৎসবের ক’দিন প্রতিবারের মতোই সন্ধ্যায় উৎসব মঞ্চে স্থানীয় শিল্পী ও অতিথি শিল্পীদের নিয়ে থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।