ফাইল চিত্র

এক বৃদ্ধার গয়না ছিনতাইয়ের ঘটনায় প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলে ও তার এক সঙ্গীকে হেফাজতে নিয়েছে পুলিশ। কয়েকমাস আগে মাধবডিহির চকচন্দন থেকে বর্ধমানে ডাক্তার দেখাতে আসা এক বৃদ্ধাকে তেলিপুকুর এলাকা থেকে গাড়ি করে তুলে নিয়ে গিয়ে ওই বৃদ্ধার গলার হার ও কানপাশা ছিনতাই করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় পুলিশ সৌরভ ঘোষ ও আজাদ আনসারিকে হেফাজতে নিয়েছে।

জানা গেছে, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে কয়েকদিন আগে শক্তিগড় থানার পুলিশ বৈকুন্ঠপুর-২ পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের ছেলে সৌরভ ঘোষ সহ কয়েকজনকে গ্রেফতার করে। সম্প্রতি পুলিশ জানতে পারে সৌরভ ও তার সঙ্গী আজাদ আনসারি এক বৃদ্ধার গয়না ছিনতাইয়ের ঘটনায় জড়িত। সৌরভের বাড়ি বর্ধমান থানার চৈত্রপুরে এবং আজাদের বাড়ি শক্তিগড়ের প্যামড়ায়। বর্ধমান সংশোধনাগারে গিয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এবং টিআই প্যারেডে বৃদ্ধা তাদের সনাক্ত করেন। এরপর আদালতে আবেদন করে পুলিশ তাদের হেফাজতে নেয়।

Like Us On Facebook