বিভিন্ন সময়ে খোয়া যাওয়া ৪৮ টি মোবাইল ফোন উদ্ধার করে উপযুক্ত প্রমাণ নিয়ে ফোনের মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। শুক্রবার বর্ধমান পুলিশ সুপারের অফিসে উদ্ধার হওয়া ফোনগুলি তাঁদের মালিকদের হাতে তুলে দিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) প্রিয়ব্রত রায়, ডিএসপি(সদর) শৌভিক পাত্র প্রমুখ।
শুক্রবার বর্ধমান পুলিশ সুপারের অফিসে ছিল থিকথিকে ভিড়। বিভিন্ন সময়ে ফোন খোয়া যাওয়ার অভিযোগ পেয়ে পুলিশি তদন্তে সম্প্রতি ৪৮টি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ। খোয়া যাওয়া ফোন ফিরেয়ে দেওয়া হবে এই খবর পেয়ে ফোনের মালিকানার প্রমাণ পত্র নিয়ে খুশিতে ডগমগ মানুষজন এদিন হাজির হন পুলিশ সুপারের অফিসে। শুক্রবার সেই মোবাইল সেটগুলি সংশ্লিষ্ট সেটের মালিকদের হাতে তুলে দেওয়া হল। থানায় ফোন খোয়া যাওয়ার অভিযোগ জমা দেওয়ার পর সেই ফোন পুলিশ খুঁজে দেওয়ায় খুশি ফোনের মালিকরাও।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?