বর্ধমান পুলিশ বড়সড় বাইক চুরি চক্রের হদিশ পেল। পুলিশ ২৮টি চোরাই বাইক উদ্ধার করেছে এবং চক্রের ৬ দুষ্কৃতিকে গ্রেফতার করেছে। জানা গেছে, পূর্ব বর্ধমানের বিভিন্ন গ্রামীণ এলাকায় সক্রিয় ছিল চক্রটি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বাইক উদ্ধার করা যাবে বলে বিশ্বাস পুলিশের।
পুলিশ সূত্রে জানা গেছে, মাধবডিহি থানা এলাকায় একটি বাইক চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ শেখ গিয়াসউদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করে। পুলিশ জানতে পারে গিয়াসউদ্দিন চোরাই বাইক কেনাবেচায় জড়িত আছে। উচালনে তাঁর একটি মোটর গ্যারেজও আছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ চক্রের আরও ৫ জনকে গ্রেফতার করে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ২৮টি চোরাই বাইক উদ্ধার করে।
Like Us On Facebook