মাসাধিক কাল ধরে রাস্তা খারাপ থাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বর্ধমান-কালনা রুটের একটি যাত্রীবাহী বাস। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর নাগাদ কালনা যাবার পথে নান্দড়ার কাছে বাসটি একটা গর্তে পড়ে গেলে বাসের পাতি ভেঙে যায়। চালকের তৎপরতায় রাস্তার পাশে রাখা মাটির উপরে গিয়ে বাসটি আটকে যায়। এই ঘটনায় রাস্তা খারাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসের যাত্রীরা।

উল্লেখ্য, বর্ধমান কালনা রোড সম্প্রসারিত হচ্ছে। হচ্ছে ডবল লেনের রাস্তা। এজন্য রাস্তার দুপাশে ৭ ফুট করে জায়গাও নেওয়া হয়েছে। পাকাপোক্তভাবে ডবল লেনের কাজ শুরুও হয়। বর্ধমান কালনা রোডের সাতগেছিয়া থেকে জাবুইডাঙা পর্যন্ত রাস্তার কাজ অনেকটাই সম্পন্ন হলেও জাবুইডাঙা থেকে বর্ধমান পর্যন্ত প্রায় ২৭ কিমি রাস্তা রীতিমত চলাচলের অযোগ্য হয়ে রয়েছে।

এদিকে, এই কাজ চলার মাঝেই রাস্তা আরও চওড়া করা নিয়ে নতুন প্রকল্প জমা পড়ায় প্রায় এক মাসেরও বেশি সময় এই রাস্তার কাজ প্রায় বন্ধ হয়ে রয়েছে। ফলে ভোগান্তিও চরমে উঠেছে। রাস্তা খারাপ থাকায় প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ছে বিভিন্ন গাড়িও। যাত্রীদের অভিযোগ, রাস্তার অবস্থা এতটাই বেহাল যে বাইক নিয়ে যাওয়াও দায় হয়ে পড়েছে। ফলে অনেকেই কালনা যেতে গেলে জাতীয় সড়ক দিয়ে ঘুরপথে মেমারি, সাতগেছিয়া হয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

Like Us On Facebook