ফাইল চিত্র

বর্ধমান হাসপাতালে ২০ শয্যার আধুনিক ডায়ালিসিস ইউনিট গড়া হচ্ছে। বর্তমানে পাঁচ শয্যার তিনটি ইউনিট নিয়ে রোগীদের ডায়ালিসিস পরিষেবা দিতে সমস্যায় পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি ডেট পেতে সমস্যায় পড়ছেন রোগীরাও।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অত্যাধুনিক এই ইউনিট গড়া হবে পিপিপি মডেলে। সম্প্রতি এ ব্যাপারে টেন্ডার ডাকা হয়েছে। প্রতিদিন প্রায় ২০-২৫ জন রোগী ডায়ালিসিসের জন্য বর্ধমান হাসপাতালে আসেন। পাঁচ শয্যার তিনটি ডায়ালিসিস ইউনিট চালু আছে। ডায়ালিসিসের জন্য সমস্যায় পড়ছেন রোগীরা। ফলে অনেককেই বাড়তি টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস করাতে হচ্ছে। এই সমস্যার সমাধানে বর্ধমান হাসপাতালে অত্যধুনিক ডায়ালিসস ইউনিট গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পিপিপি মডেলে বেসরকারি সংস্থা হাসপাতালের দেওয়া জায়গায় ডায়ালিসিস ইউনিট গড়বে। পরিষেবা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থার উপর। হাসপাতালের রোগীরা বিনামূল্যে এই পরিষেবা পাবে। পরিষেবা দেওয়ার জন্য রোগীকল্যাণ সমিতি ওই বেসরকারি সংস্থাকে টাকা মেটাবে। হাসপাতালের বাইরের কোন রোগী এই পরিষেবা নিতে গেলে সরকার নির্ধারিত হারে পরিষেবা পাবেন বলে জানা গেছে।

Like Us On Facebook