মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান স্টেশনের জিআরপি ডাউন দুন এক্সপ্রেস থেকে উদ্ধার করল বিরল প্রজাতির প্রায় ৫০টি কচ্ছপকে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। জিআরপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ৫টা ১৫ মিনিটে ৫নং প্ল্যাটফর্মে আসে ডাউন দুন এক্সপ্রেস। গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি থানার পুলিশ স্লিপার কোচে হানা দেয়। ওই কামরার সিটের তলা থেকে দুটি চটের বস্তা থেকে প্রায় ৫০টা বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে পুলিশ। পুলিশ কচ্ছপ পাচারের দায়ে গ্রেপ্তার করেছে এক ব্যক্তিকে। ধৃতের নাম সজল বিশ্বাস। বাড়ি নদীয়ার হাঁসখালি এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, কচ্ছপগুলিকে বেনারস থেকে নদীয়ার বগুলায় নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে এদিন বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
Like Us On Facebook