পাঞ্জাবের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপে গ্রুপ বি-তে সোনা জয় করল বর্ধমানের মেয়ে অদ্রিতা সরকার। ১৮ থেকে ২০ মে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই যোগা প্রতিযোগিতায় ১২ থেকে ১৮ বয়সী গ্রুপে অদ্রিতা সোনা ছাড়াও আর্টিস্টিক যোগায় রূপো এবং রিদমিক যোগায় রূপো জয় করেছে।
অদ্রিতার পাশাপাশি বর্ধমানের কেয়া চৌধুরী এই গ্রুপেই রিদমিক যোগায় রূপো এবং আর্টিস্টিক যোগায় পঞ্চম স্থান অধিকার করেছে। এবছর চণ্ডীগড়ের এই প্রতিযোগিতায় বুলগেরিয়া, ইতালি, ব্যাংকক, আমেরিকার প্রতিযোগিরাও অংশ নিয়েছিল। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে রীতিমত লড়াই করেই অদ্রিতা এই সোনা জয় করেছে।
উল্লেখ্য, বর্ধমান শহরের বড়নীলপুরের বাসিন্দা অদ্রিতা বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। কেয়া বর্ধমানের বাণীপীঠ গার্লস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। বর্ধমানের অঙ্কুশ শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার তথা অদ্রিতার কোচ শ্যামল বিশ্বাস জানিয়েছেন, এর আগেও অদ্রিতা একাধিক জাতীয় ও আর্ন্তজাতিক স্তরের প্রতিযোগিতায় সোনা জয় করেছে। গতবছর ২৪ জুন ব্যাংককে অনুষ্ঠিত থাই কাপে আর্ন্তজাতিক সম্মান জয় করে অদ্রিতা। থাই কাপ বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়ে আর্টিস্টিক বিভাগ এবং যোগাসন বিভাগ – দুটি ইভেণ্টেই প্রথম স্থান অধিকার করে সোনা জয় করে অদ্রিতা। এরই পাশাপাশি গ্রুপে শীর্ষ স্থান অধিকারের সঙ্গে সে ছিনিয়ে নেয় মিস যোগানী খেতাবও।
উল্লেখ্য, অদ্রিতার এই সাফল্যের অংশ হিসাবে ব্যাংককে অনুষ্ঠিত বিশ্ব এই যোগাসন প্রতিযোগিতার আয়োজক কমিটি অদ্রিতার কোচ শ্যামল বিশ্বাসকে ইষ্টার্ণ জোনের প্রশিক্ষক হিসাবে স্বীকৃতিও দেন। যা রীতিমত নজীরবিহীন। এর আগে বাংলা থেকে কোনো যোগাসন কোচ এই স্বীকৃতি লাভ করেননি। এরই পাশাপাশি গতবছর গত ৭ নভেম্বর ছত্রিশগড়ের দুর্গ-এ অনুষ্ঠিত ৬৩তম জাতীয় স্কুল গেমসে অদ্রিতা গ্রুপ যোগায় রূপো এবং আর্টিস্টিক যোগাতেও রূপো জয় করে। শ্যামলবাবু জানিয়েছেন, আগামী ২৪ মে সোনা জয় করে ঘরে ফিরছে অদ্রিতারা। আগামী ২৪ মে সোনা জয় করে ঘরে ফিরছে অদ্রিতা।