এক যুবককে পিটিয়ে মারার দায়ে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সঙ্গে ২০ হাজার টাকা করে আর্থিক জরিমানা। অনাদায়ে আরও ৬ মাস জেল খাটতে হবে। সোমবার বর্ধমানের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীনা সরকার এই সাজা শুনিয়েছেন। সাজাপ্রাপ্তদের নাম মদন চৌধুরি ও শ্যামধারী মাহাত। বাড়ি খণ্ডঘোষ থানার গৈতানপুরে।
কাসের সরকারি আইনজীবী জানান, ২০১৫ সালের ১২ জানুয়ারি খণ্ডঘোষ থানার তিলডাঙার বাসিন্দা ধর্মেন্দ্র মাহাত (২৮) কয়েকজন বন্ধুর সঙ্গে গৈতানপুরে দামোদরের চরে ফিস্ট করতে যান। সেখানে বচসা থেকে নিজেদের মধ্যে হাতাহাতি হয়। এরপর তাঁরা বাড়ি ফিরে যান এবং উভয় পক্ষের মধ্যে মিটমাট হয়ে যায়। তারপর আবার মদন ও শ্যামধারী গৈতানপুরে ধর্মেন্দ্রর আত্মীয়ের বাড়িতে হামলা চালান। ধর্মেন্দ্র সেখানে গেলে মদন ও শ্যামধারী তাঁকে বাঁশ ও লাঠি দিয়ে মারধর করে। খবর পেয়ে তিলডাঙা থেকে ঘটনাস্থলে আসেন ধর্মেন্দ্রর বাবা। সজ্ঞাহীন ধর্মেন্দ্রকে তুলে প্রথমে বর্ধমান হাসপাতালে ও পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৭ জানুয়ারি সেখানে মারা যান ধর্মেন্দ্র। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ মদন ও শ্যামধারীকে গ্রেফতার করে। পুলিশ চার্জশিট জমা দিলে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের সাক্ষ্যপ্রমাণাদি গ্রহণ শেষে সোমবার বিচারক সাজা শোনান। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়ছেন ধৃতদের আইনজীবীরা।