ছেলেকে সিআইডিতে চাকরি করে দেওয়ার নাম করে বর্ধমান পুরসভার ৩নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সেলিম খানের কাছ থেকে ২১ হাজার ৮০০ টাকা নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহর জুড়ে। প্রতারকের সন্ধান পেতে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন সেলিম খান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন দুপুর প্রায় পৌনে বারোটা নাগাদ সেলিম খানের মোবাইল ফোনে একটি ফোন আসে। নিজেকে সিআইডির অফিসার হিসাবে পরিচয় দিয়ে সেলিম খানের সঙ্গে তাঁর পূর্বপরিচিতি রয়েছে বলে দাবি করেন অনির্বাণ রায় নামে ওই ব্যক্তি। সেলিম খানের ছেলেকে সিআইডিতে চাকরি করে দেওয়ার জন্য সে যথাযথ সাহায্য করবে বলেও জানায়। এরপর ছেলের নাম রেজিষ্ট্রেশন ও ভেরিফিকেশন করার জন্য সেলিম খানের কাছ থেকে ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১ হাজার ৮০০ টাকা জমা করার জন্য বলে সে। সরল বিশ্বাসে সেলিম খান পুরো টাকাটাই জমা করেন দেন অনির্বাণ রায় নামে ওই ব্যক্তির অ্যাকাউন্টে। এমনকি ছেলের বায়োডাটা সহ আধার কার্ডের কপিও ওই মেলে পাঠিয়ে দেন। এরপরই তিনি বুঝতে পারেন তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন। এরপর তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সেলিম খান জানিয়েছেন, ‘প্রতারকের খোঁজ পেতে চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়েছে।’