.

বর্ধমান ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার দুঃস্থ পড়ুয়াদের সাহায্য করা হল। বর্ধমান শহরের দুঃস্থ পড়ুয়াদের সাহায্য করার উদ্দেশ্যে ২০১১ সালে কয়েকজন শিক্ষক মিলে গড়ে তোলেন বর্ধমান ছাত্র কল্যাণ সমিতি। প্রতিবছর সংগঠনের তরফ থেকে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের নানাভাবে সাহায্য করা হয়ে থাকে। জানা গেছে, এদিনের অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে এবছর ২২ জন দুঃস্থ ছাত্র-ছাত্রীকে সাহায্য করা হয়েছে।


Like Us On Facebook